আজ মৃত্যুবার্ষিকী শ্রীদেবীর। মাত্র ৫৪ বছর বয়সে অকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন

গিয়েছিলেন দুবাইয়ে বিয়ে বাড়িতে। কিন্তু সেখান থেকে আর ফেরা হল না। দুর্ঘটনাবশত জলে ডুবে মৃত্যু হয় শ্রীদেবীর

জানা যায়, বিয়ে বাড়ি মিটে গেলেও আরও কয়েকদিন সেখানে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী

বনি কপূর এবং শ্রীদেবী হোটেলের ঘরে বসেই গল্প করছিলেন। বেরনোর আগে তৈরি হতে বাথরুমে যান শ্রীদেবী

বেশ কিছুক্ষণ কেটে গেলেও স্ত্রীর ফিরে না আসায় তাঁর নাম ধরে ডাকেন বনি। কিন্তু উত্তর আসে না

আরও কিছুক্ষণ ডাকাডাকির পরও উত্তর না পাওয়ায় বাথরুমের কাছে যান বনি কপূর। বাথরুমের দরজা আটকানো ছিল না

বনি গিয়ে দেখেন, বাথটবে ডুবে গিয়েছেন শ্রীদেবী। কল চালু রয়েছে। তা থেকে জল পড়ে যাচ্ছে

শ্রীদেবীর মৃত্যু রহস্য আজও সমাধান হয়নি। কীভাবে তিনি জ্ঞান হারালেন, কীভাবেই বা বাথটবের জলে ডুবে গেলেন, তা আজও জানা যায়নি

ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী জানা যায় যে, দুর্ঘটনাবশত জলে ডুবে মৃত্যু হয়েছে তাঁর

শ্রীদেবীর মৃত্যুর পর সঞ্জয় কপূর জানিয়েছিলেন যে, স্নান করাকালীন কার্ডিয়াক অ্যারেস্টের ফলেই মৃত্যু হয়েছে অভিনেত্রীর

Thanks for Reading. UP NEXT

আন্তর্জাতিক লাইসেন্সের আবেদন অক্ষয়ের

View next story