১ জুলাই থেকে বদলে যেতে পারে দেশের শ্রম আইন। এবার থেকে ৮-৯ ঘণ্টা চাকরির পরিবর্তে ১২ ঘণ্টা কাজ করতে হতে পারে কর্মচারীদের।

সেই ক্ষেত্রে সপ্তাহে থাকছে ৩ দিন ছুটির নিয়ম। শোনা যাচ্ছে, জুলাই থেকেই দেশে নতুন শ্রম আইন জারি করতে চাইছে কেন্দ্রীয় সরকার।

নতুন খসড়া নিয়ম অনুযায়ী, কোম্পানিগুলো দিনে কর্মঘণ্টা বাড়িয়ে ১২ ঘন্টা করার অধিকার পাবে। যদিও এই পরিস্থিতিতে কর্মচারীকে সপ্তাহে ৩ দিন ছুটি দিতে হবে

কর্মচারীকে সপ্তাহে চার দিন 12 ঘণ্টা অর্থাৎ 48 ঘণ্টা কাজ করতে হবে।

নতুন লেবার কোড আসার পর কর্মীদের বেতন কাঠামোও বদলে যাবে। তাদের মূল বেতন মোট বেতনের 50 শতাংশ বা তার বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।

মূল বেতন বৃদ্ধির ওপর পিএফ ও গ্র্যাচুইটির অর্থের পরিমাণ আরও বেশি হবে।

তবে পিএফ বৃদ্ধির সঙ্গে সঙ্গে আপনার টেক-হোম বেতন বা প্রতি মাসে হাতে আসা প্রকৃত বেতনের পরিমাণ হ্রাস পাবে।

তবে PF অ্যাকাউন্টে আরও পরিমাণ টাকা আসবে।

নতুন লেবার কোড আসার পর, কর্মচারী অবসর গ্রহণের পর আরও টাকা পাবেন। কারণ তাঁর আরও অর্থ পিএফ ও গ্র্যাচুইটির মধ্য়ে পাঠানো হবে।

এতে কোম্পানিগুলির খরচেরও পরিবর্তন হবে। নতুন লেবার কোড চালু হলে, তাদের কর্মীদের পিএফের ভিত্তিতে বেশি অবদান রাখতে হবে।