স্বমহিমায় সুনীল ছেত্রী, যুবভারতীতে গোল করলেন ভারত অধিনায়ক এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচে আফগানিস্তানকে হারাল ভারত নিজেদের শেষ তিন ম্যাচেই হেরেছিলেন আফগানরা ম্যাচের প্রথমার্ধ্ব শেষ হয় গোলশূন্য়ভাবে ৮৬ মিনিটে এক বিশ্বমানের বাঁক খাওয়ানো ফ্রি-কিকে ভারতকে এগিয়ে দেন সুনীল ছেত্রী ৮৮ মিনিটে কর্ণার থেকে প্রথম পোস্টে দুর্ধর্ষ এক হেডারে আফগানদের হয়ে সমতা ফেরান হায়দার আমিরি ম্যাচ যখন ড্র হবে ভেবে ভারতীয় দলকে হতাশ দেখাচ্ছিল, ঠিক তখনই সুনীলের জায়গায় মাঠে নামেন সহল সামাদ ঠান্ডা মাথায় অসাধারণ এক ফিনিশে ভারতকে আবারও এগিয়ে দেন সহল শেষ পর্যন্ত সেই গোল আর শোধ দিতে পারেনি আফগানিস্তান ভারতের পরের ম্যাচ হংকংয়ের বিরুদ্ধে ১৪ জুন