ট্যুইটারে ব্লু-টিক সাবস্ক্রিপশন পাওয়ার জন্য নতুন ইউজারদের ৯০ দিন অপেক্ষা করতে হবে। ২৯ নভেম্বর থেকে ট্যুইটারে ব্লু-টিক সাবস্ক্রিপশন চালু হতে চলেছে। এর আগেও একবার ব্লু-টিক ভেরিফিকেশন সানস্ক্রিপশন চালু হয়েছিল ট্যুইটারে। তবে মাঝপথে আচমকাই বন্ধ হয়ে গিয়েছিল ট্যুইটারের ব্লু-টিক ভেরিফিকেশন সাবস্ক্রিপশন। ট্যুইটারের এই ব্লু-টিক ভেরিফিকেশন সাবস্ক্রিপশনের মাধ্যমে ইউজাররা কী কী সুবিধা পাবেন দেখে নিন। যেকোনও ইউজাররা এখন টাকা দিয়ে এই ব্লু-টিক সাবস্ক্রিপশন কিনতে পারবেন। আগে ট্যুইটার কর্তৃপক্ষ ইউজারের তথ্য ভেরিফিকেশনের মাধ্যমে তাঁদের ব্লু-টিক প্রদান করত। তবে এখন যেকোনও ইউজার মাসে ৮ ডলারের বিনিময়ে কিনতে পারবেন ট্যুইটারের ব্লু-টিক সাবস্ক্রিপশন। ট্যুইটার অ্যাকাউন্টে ব্লু-টিক থাকলে কমেন্ট এবং ফিডের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন ইউজাররা। আয়তনে বড় টেক্সট ট্যুইট করার সুবিধাও পাওয়া যাবে এই সাবস্ক্রিপশনের মাধ্যমে।