ভারতে ফেসবুকের মূল সংস্থা মেটার প্রধানের পদে বসছেন সন্ধ্যা দেবনাথন। তিনি মেটা ইন্ডিয়া-র ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োজিত হয়েছেন। সংস্থা, ব্র্যান্ড, বিজ্ঞাপনদাতা এবং কনটেন্ট ক্রিয়েটারদের সঙ্গে কৌশলগত সম্পর্ক তৈরির কাজ করবেন। ২০২৩ সালের পয়লা জানুয়ারি থেকে নতুন এই দায়িত্বভার নেবেন তিনি। সন্ধ্যা দেবনাথন ২০১৬ সালে মেটায় যোগ দেন সিঙ্গাপুর ও ভিয়েতনামে সংস্থার ব্যবসার কাজ দেখভাল করতেন তিনি। দক্ষিণ-পূর্ব এশিয়ায় মেটার ই-কমার্স সংক্রান্ত কাজকর্মও দেখভাল করতেন তিনি। ১৯৯৮ সালে অন্ধ্র বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং করে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ পাশ। ব্যাঙ্কিং, পেমেন্টস এবং টেকনোলজি সেক্টরে তাঁর বিপুল অভিজ্ঞতা রয়েছে। বিভিন্ন ব্যবসায়ী সংস্থার উচ্চপদে মহিলাদের উঠে আসার ক্ষেত্রেও কাজ করেন এবং উৎসাহ জোগান তিনি।