নতুন বছরের আগে গৃহস্থের ঘরবাড়ি পরিষ্কার করা হয়। মনে করা হয় যে, ঘরে আবর্জনা থাকলে দেবী লক্ষ্মী আসেন না নতুন বছর শুরুর আগে আপনার বাড়ি থেকে এই জিনিসগুলি সরিয়ে ফেলুন নতুন বছরে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে নানা ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে যদি বাড়িতে ভাঙা, বন্ধ ঘড়ি পড়ে থাকে, তাহলে নতুন বছরের আগে তা ঘর থেকে সরিয়ে ফেলুন টেবিল, সোফা বা চেয়ারের মতো ভাঙা আসবাব নতুন বছরের আগে ঘর থেকে বের করে নিন পুরনো বা খারাপ হয়ে যাওয়া জুতো বা চপ্পল ঘরে পড়ে থাকলে তা বের করে নিন। এসব জিনিস ঘরে দারিদ্র আনে জানালা-দরজার কাঁচ ভেঙে গেলে সঙ্গে সঙ্গে সরিয়ে ফেলুন। ভাঙা কাঁচ ঘরে রাখা খুবই অশুভ বলে মনে করা হয় ভাঙা মূর্তি বা ভগবানের ছেঁড়া ছবি রাখা উচিত নয়। এই ধরনের মূর্তি দুর্ভাগ্যের কারণ হয়। নতুন বছরের আগে তা মন্দিরে রেখে দিন ঘরের বৈদ্যুতিক সুইচ বোর্ড বা বাল্ব, টিউবলাইট নষ্ট হয়ে গেলে নতুন বছরের আগে সেগুলো পাল্টে ফেলুন কোনও পাত্র ভেঙে গেলে নতুন বছর শুরুর আগেই সরিয়ে ফেলুন। বাড়িতে কখনই ভাঙা বাসন রাখা উচিত নয়