রক্তিম আলোর ছটায় ঢাকল রাতের আকাশ

লাদাখের আকাশেও দেখা গেল মেরুজ্যোতির রূপ

গভীর রাতে রক্তিম রঙে লাল হল গোটা লাদাখ

লাদাখের হানলের আকাশে চোখে পড়ে মেরুজ্যোতির নাচ

সূর্য থেকে নির্গত অভিযুক্ত কণা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে

সংস্পর্শে আসে চৌম্বকীয় মণ্ডলের, তাতে ঘর্ষণ লেগে আলোর ছটা তৈরি হয়

লক্ষ লক্ষ ফুলকি তৈরি হলে, তা মেরুজ্যোতির আকার ধারণ করে

মেরুপ্রদেশ এবং পৃথিবীর উঁচু জায়গা থেকে এই মেরুজ্যোতি দেখা যায়

বিদ্যুৎ সংযোগ এবং টেলি কমিউনিকেশনে প্রভাব পড়ার আশঙ্কা ছিল

তবে ততটাও তীব্র ছিল না মেরুজ্যোতি, কোনও বিঘ্ন ঘটেনি