Image Source: X@wbdfs

রেশন দোকানে আঙুলের ছাপ দিতে হয় ই-পস মেশিনে।

Image Source: X@wbdfs

সেখানে অনেক সময় পরিবারের সদস্যের নামের পাশে লাল চিহ্ন দেখায়।

Image Source: X@wbdfs

এর অর্থ সেই সদস্যের আঙুলের ছাপ রেজিস্টার করা নেই রেশন অফিসে।

Image Source: X@wbdfs

এমন লাল দেখলে দ্রুত রেশনে অফিসে গিয়ে ওই সদস্য়কে ছাপ দিয়ে আসতে হবে।

Image Source: X@wbdfs

প্রয়োজনে নিকটবর্তী বাংলা সহায়তা কেন্দ্রে গিয়েও এই ছাপ দিয়ে আসা যায়।

Image Source: X@wbdfs

অথবা নিকটবর্তী পরিদর্শকের অফিসে গেলেও হবে।

Image Source: X@wbdfs

এই ছাপ দিলে রেশনের সঙ্গে আধার কার্ড লিঙ্ক হয়ে যাবে।

Image Source: X@wbdfs

বাড়িতে বসেও রেশনের সঙ্গে আধার যুক্ত করা যায়।

Image Source: X@wbdfs

এর জন্য রাজ্য সরকার রেশন সংক্রান্ত পোর্টালে যেতে হবে।

Image Source: X@wbdfs

সেখানেই বিশদে জানা যাবে সব তথ্য।