জীবনে সফল হতে গেলে আপনার হাতে অতিরিক্ত টাকা থাকা উচিত। খারাপ সময়ের মোকাবিলার জন্য অতিরিক্ত টাকাও জমিয়ে রাখা উচিত। (ছবি সৌজন্য-এবিপি লাইভ)



কথায় আছে পরিশ্রম কখনই ব্যর্থ হয় না। চাণক্য বলেছেন, আপনি যদি কঠোর পরিশ্রম করেন তাহলে একদিন নিশ্চয় তার ফল পাবেন। কারণ সফলতার মূল মন্ত্রই হল পরিশ্রম। যার দাম সবসময়ই পাওয়া যায়। (ছবি সৌজন্য-এবিপি লাইভ)



আচার্য চাণক্যের কথায়, আপনি যদি কোনও জ্ঞান অর্জন করেন তাহলে সেই জ্ঞান কোনওদিন বা কোনওভাবেই নষ্ট হয় না। জীবন থেকে অর্জিত অভিজ্ঞতা সবসময়ই কাজে লাগে। তাই একজন জ্ঞানী মানুষ কখনই ব্যর্থতার মুখোমুখি হন না। (ছবি সৌজন্য-এবিপি লাইভ)



প্রত্যেক মানুষের জীবনেই ভালো বা মন্দ সময় আসে আবার চলেও যায়। কিন্তু, টাকার প্রয়োজন সবসময় থেকেই যায়। তাই জীবনে সফল হতে গেলে আপনার হাতে অতিরিক্ত টাকা থাকা উচিত। খারাপ সময়ের মোকাবিলার জন্য অতিরিক্ত টাকাও জমিয়ে রাখা উচিত।(ছবি সৌজন্য-এবিপি লাইভ)



চাণক্য নীতিতে সবসময় সতর্ক থাকার কথা বলা হয়েছে। কোনও ব্যক্তি যদি চোখকান খোলা রেখে সতর্ক থাকেন তিনি কোনও দিনই ব্যর্থতার মুখ দেখেন না। (ছবি সৌজন্য-এবিপি লাইভ)



যারা আপনার ক্ষতি চায় তাদের থেকে দূরে থাকুন। সাবধান থাকুন বন্ধুর বেশে থাকা শত্রুর থেকে। কারণ এই ধরনের মানুষরা যেকোন সময় ঠকাতে পারে। (ছবি সৌজন্য-এবিপি লাইভ)



অলসতা দূর করে কঠোর পরিশ্রম করুন। তাহলে সফল আপনি হবেনই। কোনও চ্যালেঞ্জই আপনাকে হারাতে পারবেন না। (ছবি সৌজন্য-এবিপি লাইভ)



দীর্ঘমেয়াদি সফলতা পেতে গেলে কথাবার্তা থেকে কাজকর্ম সবকিছুতেই সৎ থাকতে হবে। পরিচ্ছন্ন মনের অধিকারীরা সারাজীবন সুখে কাটাতে পারেন। (ছবি সৌজন্য-এবিপি লাইভ)



প্রতিকূল পরিস্থিতিতেও সত্যের পথে থাকতে হবে। তাহলে সময় যতই খারাপ হোক না কেন সাফল্য আপনার কুক্ষিগত হবেই। (ছবি সৌজন্য-এবিপি লাইভ)



Thanks for Reading. UP NEXT

I.N.D.I.A জোট ক্ষমতায় এলে...১০ ঘোষণা কেজরিওয়ালের

View next story