ইউটিউবার বরুণ মায়াকে একথা জানান গুগলের সিইও সুন্দর পিচাই। (ছবি সৌজন্য- পিটিআই) ভারতে এলে কাজের ফাঁকে এই খাবারগুলি খাবেনই তিনি।(ছবি সৌজন্য- পিটিআই) গুগলের সিইও হলেও ভোলেননি নিজের অতীতকে।(ছবি সৌজন্য- পিটিআই) মূলত তিনটি ভারতীয় খাবার সবথেকে বেশি পছন্দ করেন সুন্দর পিচাই।(ছবি সৌজন্য- পিটিআই) দেশের পাশাপাশি ভালোবাসেন এখানকার খাবারও।(ছবি সৌজন্য- পিটিআই) দিল্লি, মুম্বই ও বেঙ্গালুরু এলে এই খাবারগুলি তিনি খান।(ছবি সৌজন্য- পিটিআই) বেঙ্গালুরুতে এলে দোসা তাঁর সবচেয়ে পছন্দের।(ছবি সৌজন্য- এবিপি নিউজ) দিল্লিতে গেলে পিচাইয়ের পছন্দ ছোলা বাটুরে।(ছবি সৌজন্য- এবিপি নিউজ) মুম্বইতে গেলে সুন্দর পিচাই খান পাওভাজি। (ছবি সৌজন্য- এবিপি নিউজ)