ছেলের বিয়ে বলে কথা, জোর প্রস্তপতি চলছে মুম্বইয়ে

সেই ফাঁকেই বারাণসীতে হাজির নীতা আম্বানি

প্রথমে কাশী বিশ্বনাথ মন্দিরে অনন্ত আম্বানি, রাধিকা মার্চেন্টের বিয়ের কার্ড অর্পণ

তার পর গঙ্গার ঘাটে সন্ধ্যারতি দেখতেও পৌঁছন নীতা আম্বানি

সেখান থেকে বারাণসীতে শাড়ির দোকানে ঢুকে শাড়িও কেনেন নীতা

বেছে বেছে সেরা শাড়ি দেখেন, পছন্দের শাড়ি জমা করেন একটি করে

শাড়ির বুনন, নকশা সম্পর্কে বিশদে জেনেও নেন দোকানদারের কাছ থেকে

শাড়ি কিনে শিল্পীদের সঙ্গেও দেখা করেন নীতা

বারাণসীতে তিনি নিজের জন্যও শাড়ি অর্ডার দিয়েছেন বলে খবর

অনন্ত-রাধিকার বিয়ের আগে নীতার শাড়ি কেনার ভিডিও ছড়িয়ে পড়েছে

Thanks for Reading. UP NEXT

সোশ্যাল মিডিয়াতে ভাইরাল অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের কার্ড, কী আছে জানেন

View next story