মহালয়া হয়ে গিয়েছে, পুজোর ঢাকে কাঠি প্রায় পড়ল বলে
প্রতি বছরই কোনও না কোনও বাহনে মর্ত্যে আসেন মা, এবার কীসে আসছেন?
২০২৫ সালে দেবীর আগমন গজে
শাস্ত্রমতে দেবীর আগমনকালে চারিদিকে ফুলে ফলে ভরে থাকার বার্তা রয়েছে
গজে দেবীর আগমনকে শুভ বলে মনে করা হয়
গজ বা হস্তী সমৃদ্ধি বা শুভ কিছুকে নির্দেশ করে শাস্ত্র হিসেবে
তবে দেবীর গমন এবার দোলায়, যা কিন্তু চিন্তার
গমন অর্থাৎ মড়কের বার্তা দেয়, যা শুভ নয়
চলতি বছরে ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি, বিমান দুর্ঘটনার মত খারাপ ঘটনা ঘটেছে