১.৬৩ কোটি টাকায় বিকোল
মহাত্মা গাঁধীর অয়েল পেন্টিং


রেকর্ড দামে বিক্রি হল লন্ডনের
নিলামে বিক্রি হল পোর্ট্রেটটি


লন্ডনের বোনহ্যামস নিলামে
বিরল ওই ছবিটি বিকোল


যা ভাবা হয়েছিল, তার
চেয়ে দাম উঠল দ্বিগুণ


ব্রিটেনের শিল্পী ক্লেয়ার লেটন
১৯৩১ সালে ছবিটি আঁকেন


দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগ দিতে
লন্ডন গিয়েছিলেন মহাত্মা


সেই একবারই ছবি আঁকানোর জন্য
কারও সামনে বসেছিলেন তিনি


ক্লেয়ারের প্রেমিক ছিলেন সাংবাদিক,
ভারতের স্বাধীনতাপ্রাপ্তির সমর্থক


সকাল হলেই গায়ে শাল জড়িয়ে
ছবির জন্য বসে যেতেন মহাত্মা


আমৃত্যু শিল্পীর কাছেই ছিল পোর্ট্রেটটি,
১৯৭৪ সালে হামলাও হয় ছবিটির উপর


১.৬৩ কোটি টাকা দিয়ে কে ছবি কিনলেন,
তা গোপনই রাখা হয়েছে এখনও পর্যন্ত