পাকিস্তানকে পহেলগাঁওয়ের প্রত্যাঘাত ভারতের সিঁদুরের বদলা 'অপারেশন সিঁদুর', রাতের অন্ধকারে গর্জাল রাফাল

গভীর রাতে ২৫ মিনিটের অপারেশনে জইশ-লস্কর-হিজবুলের ৯ ঘাঁটি ধ্বংস ধুলিসাৎ জইশ, লস্কর, হিজবুল মুজাহিদিনের ট্রেনিং ক্যাম্প

পহেলগাঁও কাণ্ডের ১৫দিনের মাথায় ২৬ জনকে হত্যার বদলা ভারতের প্রত্যাঘাতে একের পর এক জঙ্গি ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা

ভারতের প্রত্যাঘাতে কোটলিতে ৩০ হিজবুল জঙ্গির মৃত্যু, স্থানীয় সূত্রে দাবি POK-র মুজাফফরবাদে হিজবুলের হেড কোয়ার্টার গুঁড়িয়ে দিল ভারত

ভারতের আন্তর্জাতিক সীমানা থেকে ১০০ কিলোমিটার ভিতরে ছিল জঙ্গি ঘাঁটি

জঙ্গিদের ঘাঁটি গুলপুরেও এয়ারস্ট্রাইক ভারতের পুঞ্চ-রাজৌরি থেকে ৩০ কিলোমিটার ভিতরে গুলপুর জঙ্গি ঘাঁটি

পহেলগাঁও কাণ্ডের ১৫দিনের মাথায় ২৬ জনকে হত্যার কঠোর বদলা কান্দাহার-মুম্বই হামলার চক্রী মাসুদের পরিবারও নিকেশ

৬টি জায়গায় ২৪টি ক্ষেপণাস্ত্র হানা ভারতের এয়ারস্ট্রাইক মানল পাকিস্তান