চর্চায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে লেক্স ফ্রিডম্যানের পডকাস্ট।



বিভিন্ন বিষয় নিয়ে এই পডকাস্টে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী । তার মধ্যে প্রাধান্য পেয়েছে আধ্যাত্মিকতা, জীবনদর্শন।



পডকাস্টে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হয়, মৃত্যু ভয় পান তিনি ?



এর জবাবে মোদি যা বলেন, তা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। এতে প্রতিফলিত হয় তাঁর জীবনদর্শন।



তিনি বলেন , জীবন এবং মৃত্যুর নৃত্যে, কেবল মৃত্যুই নিশ্চিত।



প্রধানমন্ত্রী মোদি বলেন, তাহলে যা নিশ্চিত তা ভয় পাওয়ার কী দরকার?



মোদি বলেন,মৃত্যু নিয়ে চিন্তিত না হয়ে জীবনকে আলিঙ্গন করা উচিত।



' যেহেতু জীবন অনিশ্চিত, তাই প্রতিটি মুহূর্ত কিছু শেখার এবং পরিবর্তন আনার জন্য ব্যয় করা উচিত'



'তুমি যাতে পূর্ণাঙ্গভাবে এবং উদ্দেশ্য নিয়ে বাঁচতে পারো,তার জন্য মৃত্যুর ভয় ত্যাগ করতে হবে।