আজকাল ছোটখাটো অনুষ্ঠানেই কেক কাটার চল রয়েছে গোটা দেশ জুড়ে।

Published by: ABP Ananda
Image Source: freepik

শুধু তাই নয়, কেকটাকে নিজে পছন্দ মতো সাজিয়ে নিতে ভালবাসেন অনেকেই।

Image Source: freepik

কেউ যেমন বেছে নেন তাঁর পছন্দের স্বাদ, কেউ আবার কেকের ওপর পছন্দ করেন ছবি দিতে।

Image Source: freepik

তবে জানেন কি, যদি আপনি কেকের ওপর ভারতের জাতীয় পতাকা এঁকে ফেলেন, তাহলে কী হবে?

Image Source: freepik

অনেকে মনে করেন, কেকের ওপর জাতীয় পতাকা থাকলে, সেটা তো কেটে ফেলতে হবে।

Image Source: freepik

জাতীয় পতাকা কাটা ও খাওয়া জাতীয় পতাকার অবমাননা হতে পারে।

Image Source: freepik

তবে ২০২১ সালে মাদ্রাজ হাইকোর্ট একটি রায়ে জানায় কেকের ওপরে জাতীয় পতাকা আঁকা দেশপ্রেমের পরিপন্থী নয়।

Image Source: freepik

সেই কারণে কেউ যদি কেকের ওপর জাতীয় পতাকা আঁকেন ও সেটা কেটে খান, তাঁর কোনও শাস্তি হতে পারে না।

Image Source: freepik

তবে যদি জাতীয় পতাকাকে অপমান করার উদ্দেশে তা কেকের ওপর আঁকা হয়, সেটা অবশ্যই শাস্তিযোগ্য।

Image Source: freepik

ভারতীয় দন্ডবিধি অনুসারে জাতীয় পতাকার অবমাননা করলে জেল পর্যন্ত হতে পারে।

Image Source: pexels