বীর সুভাষের সাড়া জাগানো ১০ বাণী

Published by: ABP Ananda
Image Source: Netaji.org

২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস। এই দিনটিকে পরাক্রম দিবসও মানা হয়।

Image Source: Netaji.org

স্বাধীনতা সংগ্রামের অন্যতম বীর বিপ্লবী সুভাষের কিছু বাণী আজও গায়ে কাঁটা দেয়।

Image Source: Indian National Congress

তিনি বলেন, 'জীবনে সংগ্রাম না থাকলে, ভয় না থাকলে জীবনের অর্ধেক স্বাদই নষ্ট'।

Image Source: Netaji.org

সহ্য করা এবং প্রতিরোধ করার মত সাহস থাকা চাই আমাদের।

Image Source: Netaji.org

আমাদের কর্তব্য থেকেই অধিকার জন্মায়, কর্তব্য ছেড়ে দিলে অধিকারও একদিন চলে যাবে।

Image Source: Netaji.org

একজন একটি চিন্তা নিয়েই মারা যেতে পারেন, কিন্তু সেই চিন্তা তার মৃত্যুর পরে আরও হাজার মানুষকে বাঁচিয়ে রাখবে।

Image Source: Netaji.org

নেতাজির অমোঘ উক্তি, 'তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব।'

Image Source: PTI

সবথেকে বড় অপরাধ হল অন্যায়কে সহ্য করে নেওয়া।

Image Source: PTI

তাঁর কথায়, 'হার-জিত নয়, জীবনে লড়াইটাই আসল কথা'।

Image Source: PTI