দূরপাল্লার ট্রেমে বালিশ, চাদর, কম্বল
দেয় রেলই, আলাদা করে বইতে হয় না


কিন্তু রেল যে বালিশ-চাদর, কম্বল দেয়,
তা কি নিয়মিত কাচা-ধোয়া হয়?


এই প্রশ্ন প্রত্যেকেরই, যা নিয়ে
সংসদে জবাব দিলেন রেলমন্ত্রী


লোকসভায় অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন,
পরিচ্ছন্নতার দিকে কড়া নজর রেলের


মাসে অন্তত একবার কাচা হয়
যাত্রীদের ব্যবহার করা কম্বল


কম্বল যাতে সরাসরি শরীর স্পর্শ না করে,
তার জন্য বাড়তি চাদর দেওয়া হয় কভার হিসেবে


কম্বলগুলি তুলনায় হালকা, কাচাও সহজ,
আবার ঠান্ডা থেকে যাত্রীদের রক্ষাও করে


কম্বল মাসে একবার কাচা হলেও,
চাদরগুলি প্রতিবার ব্যবহারের পরি ধোয়া হয়


ঠিক মতো ধোয়া হচ্ছে কি না,
তা দেখতে চলে নজরদারি


যেখানে কাচাকাচি হয় কম্বল ও চাদর,
সেখানে সিসিটিভি-র ব্যবস্থাও রয়েছে