পরনের শাড়ি যেমনই হোক না কেন, গয়নাকে বিশেষ গুরুত্ব দেন তিনি এবার মুঘল যুগের গয়নায় সাজলেন নীতা আম্বানি মুঘল সম্রাট শাহজাহানের বাহুভূষণ বা 'কলগী' পরলেন নীতা বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় শাহজাহানের বাহুভূষণ পরেছিলেন কালো বেনারসি, স্নিগ্ধ সাজকে ছাপিয়ে গেল শাহজাহানের ওই গয়না নীতা আম্বানির পছন্দের তারিফ করছেন সকলেই শাহজাহানের ওই বাহুভূষণ বেশ কয়েক বছর আগে নিলামে ওঠে আজকের দিনে বাহুভূষণটির দাম প্রায় ২০০ কোটি টাকা সোনার উপর হিরে, চুণী, পদ্মরাগমণি বসানো রয়েছে শাহজাহানের গয়নায় সত্যিই নজরকাড়া উপস্থিতি নীতার