শীর্ষে শামি। চলতি বিশ্বকাপে ১৮ রানের বিনিময়ে ৫ উইকেট, বোলারদের মধ্যে সেরা পারফরম্যান্স। শ্রীলঙ্কার বিরুদ্ধে যে নজির শামির।

বিশ্বকাপে এমনিতেই আগুনে ছন্দে রয়েছেন শামি। তাঁর ঝুলিতে ১৬ উইকেট। সর্বাধিক উইকেট শিকারিদের তালিকায় চার নম্বরে।



নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫ উইকেট নিয়েছিলেন শামি। ৫৪ রানের বিনিময়ে।

কিউয়িদের বিরুদ্ধে শামির যে পারফরম্যান্স চলতি বিশ্বকাপের চতুর্থ সেরা।

সেরা বোলিং পারফরম্যান্সের ভিত্তিতে শামির পরই রয়েছে আরও এক ভারতীয়। রবীন্দ্র জাদেজা।



দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেনে ৩৩ রানের বিনিময়ে জাড্ডুর ৫ উইকেট সেরা প্রতিযোগিতার দ্বিতীয় সেরা বোলিং পারফরম্যান্স।

সেরা বোলিং পারফরম্যান্সের তালিকায় তিন নম্বরে পাক পেসার শাহিন শাহ আফ্রিদি।



অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ৫৪ রানে ৫ উইকেট নিয়েছিলেন বাঁ হাতি পেসার।

চলতি বিশ্বকাপে সেরা বোলিং পারফরম্যান্সের তালিকায় পাঁচ নম্বরে মিচেল স্যান্টনার।

৫৯ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়েছিলেন কিউয়ি স্পিনার। যা রয়েছে চলতি বিশ্বকাপের সেরা পারফরম্যান্সগুলির তালিকায়।