বিশ্বকাপের আগে দুরন্ত ছন্দে ছিলেন



মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিয়েছিলেন ৫ উইকেট



তবু বিশ্বকাপে প্রথম চার ম্যাচে ভারতীয় দলে সুযোগ পাননি মহম্মদ শামি



তাঁর পরিবর্তে খেলানো হচ্ছিল শার্দুল ঠাকুরকে



ধর্মশালায় নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে খেললেন শামি



আর একাদশে ফিরেই নিলেন ৫৪ রানে ৫ উইকেট



একমাত্র ভারতীয় বোলার হিসাবে বিশ্বকাপে দু'বার ৫ উইকেট নেওয়ার কীর্তি



শামি পেরিয়ে গেলেন কপিল, প্রসাদ, রবিন সিংহ, নেহরা ও যুবরাজকে



বিশ্বকাপে ৩৬ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটপ্রাপকদের তালিকায় পেরলেন কুম্বলেকে (৩১)



শামির সামনে এখন শুধু শ্রীনাথ (৪৪) ও জ়াহির খান (৪৪)