ভারতীয় দলের সর্বোচ্চ গোলদাতা সুনীল ছেত্রী



সাফ কাপের ইতিহাসেও তিনি সর্বাধিক ২৪টি গোল করেছেন



সুনীল ছেত্রীই প্রথম ভারতীয় ফুটবলার হিসাবে খেলরত্ন পেয়েছেন



২০২১ সালে রামনাথ কোভিন্দ তাঁর হাতে খেলরত্ন তুলে দেন



তরুণ সুনীল ২০০৮ সালে আম্বেদকর স্টেডিয়ামে দুরন্ত হ্যাটট্রিক করেছিলেন
তরুণ সুনীল ২০০৮ সালে আম্বেদকর স্টেডিয়ামে দুরন্ত হ্যাটট্রিক করেছিলেন



এএফসি চ্যালেঞ্জ কাপে তাজাকিস্তানের বিরুদ্ধে এসেছিল সেই হ্যাটট্রিক



সুনীল ছেত্রী দিনকয়েকের জন্য হলেও মেসির আন্তর্জাতিক গোলের রেকর্ড ছাপিয়ে গিয়েছিলেন



দিনকয়েকের জন্য বর্তমান ফুটবলারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনিই



তবে ভারতের হয়ে গোলের বিচারে তিনিই শীর্ষে



ব্লু টাইগার্সদের হয়ে আপাতত ৯২টি গোল করেছেন ছেত্রী