সেমিফাইনালের পর বিশ্বকাপের ফাইনালেও ম্যাচের সেরা। অনন্য নজির গড়েছেন ট্রাভিস হেড।

রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্টের পর তৃতীয় অজি হিসেবে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে শতরান হাঁকান হেড।

পাশাপাশি দ্বিতীয় অজি হিসেবে ট্রাভিস হেড একই বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে ম্যাচের সেরা হওয়ার অনন্য নজির গড়েছেন।

অস্ট্রেলিয়ার কিংবদন্তি শেন ওয়ার্নও গড়েছিলেন অনন্য যে নজির।

১৯৯৯ সালে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ক্রিকেট বিশ্বকাপ জেতার পথ সুগম হয়েছিল সেমি ও ফাইনালে ওয়ার্ন ম্যাচ সেরা হওয়ায়।

প্রথম ক্রিকেটার হিসেবে বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালের সেরা খেলোয়াড় হওয়ার অনন্য নজির গড়েছিলেন মোহিন্দার অমরনাথ।

১৯৮৩ সালে ভারতের প্রথম বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর ছিলেন অমরনাথ।

চতুর্থ খেলোয়াড় হিসেবে যে অনন্য নজির রয়েছে অরবিন্দ ডি সিলভার।

১৯৯৬ বিশ্বকাপের সেমিফাইনালে ও ফাইনালে ম্যাচ সেরা হয়ে দেশকে বিশ্বসেরা করেছিলেন অরবিন্দ ডি সিলভা।

অনন্য যে তালিকায় চতুর্থ ক্রিকেটার হিসেবে স্থান করে নেওয়া ট্রাভিস হেড চলতি বছরে হওয়া ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও হয়েছিলেন ম্যাচ সেরা।