ক্রিকেট বিশ্বকাপ কার্যত উদযাপন করা হয় ভারতীয় উপমহাদেশে। ম্যাচের সময়, পিচ, খেলোয়াড়দের খুঁটিনাটি- প্রায় সবই থাকে ক্রীড়াপ্রেমীদের ঠোঁটের ডগায়।
তার সঙ্গেই আরও একটি বিষয় আলোচিত হয় বারবার। সেটা হল পুরস্কার মূল্য বা Prize Money
আইসিসি ক্রিকেট বিশ্বকাপে (ICC WC 2203) পুরস্কার মূল্য ঠিক কতটা? কে কত টাকা পেতে পারে? দেখে নেওয়া যাক এক নজরে।
আইসিসি মেনস ক্রিকেট বিশ্বকাপের পুরস্কার মূল্য যথেষ্ট লোভনীয়।
ফাইনালে যে দল জিতবে তারা পাবে ৪ মিলিয়ন মার্কিন ডলার অর্থ পুরস্কার। যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩৩ কোটি টাকা।
যে দল এই প্রতিযোগিতায় রানার্স আপ হবে তাদের পুরস্কার মূল্যও যথেষ্ট নজরকাড়া। রানার্স আপ টিম পাবে ২ মিলিয়ন US Dollar
চ্যাম্পিয়ন এবং রানার্স আপ বাদ দিয়ে বাকি দলগুলিও আর্থিক ভাবে পুরস্কৃত হবে। সেমি ফাইনাল স্তরে যে দলগুলি পৌঁছেছে তারা সব মিলিয়ে পাবে ৮ লক্ষ মার্কিন ডলার অর্থ পুরস্কার।
ICC World Cup 2023 -এর গ্রুপ স্টেজ থেকে যে দলগুলি ছিটকে গিয়েছে, সেই দলগুলির প্রত্যেকে ১ লক্ষ ইউএস ডলারের আর্থিক পুরস্কার পাবে।
এছাড়াও গ্রুপ স্টেজে প্রতিটি ম্যাচের ক্ষেত্রেই জয়ীদের জন্য আলাদা করে আর্থিক পুরস্কার রয়েছে।
রবিবারের হাইভোল্টেজ ম্যাচে ভারত জিতলে এই নিয়ে তৃতীয় বারের জন্য ট্রফি তুলবে ভারত। শেষবার ২০১১ সালে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে বিশ্বকাপ জিতেছিল ভারত।