রবিবার ইডেন গার্ডেন্সে মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের ম্য়াচ ঘিরে উন্মাদনা তুঙ্গে এদিনই বিরাট কোহলির ৩৫তম জন্মদিন বিরাট-বরণে উৎসবের ছবি শহরে ওয়ান ডে ক্রিকেটে ৪৮টি সেঞ্চুরি রয়েছে কোহলির সেই কীর্তিকে কুর্নিশ জানাতে রেড রোডে বসানো হয়েছে কোহলির ৪৮টি কাট আউট সঙ্গে প্রার্থনা, ইডেনেই যেন ৪৯তম সেঞ্চুরি করে সচিনকে স্পর্শ করেন কোহলি খুদে ভক্তরাও কোহলির জার্সি পরে হাজির খেলা দেখতে ইডেনের বাইরে তরুণী ভক্ত কাটলেন কেক উৎসবের জন্য তৈরি ইডেন গার্ডেন্সে