মহম্মদ শামির আগুনে লঙ্কাকাণ্ড। ৫৫ রানে গুটিয়ে গেল শ্রীলঙ্কা।

মাত্র ৫ ওভার বল করে ১৮ রানের বিনিময়ে ৫ শ্রীলঙ্কার ব্যাটারকে সাজঘরে ফেরান শামি।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫, ইংল্যান্ডের বিরুদ্ধে ৪ উইকেটের পর এবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫ উইকেট।

চলতি বিশ্বকাপে ৩ ম্যাচে খেলে ১৪ উইকেট মহম্মদ শামির। এককথায় স্বপ্নের ছন্দে বাংলার পেসার।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫ উইকেট নিয়ে বিশ্বকাপের মঞ্চে ভারতীয় বোলারদের মধ্যে সর্বাধিক উইকেট শিকারি হওয়ার নজির গড়লেন শামি।

১৪ ম্যাচে ৪৫ উইকেট নিয়ে বিশ্বকাপে উইকেটের নিরীখে ভারতীয়দের মধ্যে সবার উপরে মহম্মদ শামি।

জাভাগান শ্রীনাথ ও জাহির খান ৪৪ টি করে উইকেট নিয়ে এতদিন যুগ্মভাবে ছিলেন যে তালিকার শীর্ষে।

জোড়া উইকেট ও মেডেন দিয়ে শুরু। তারপর আরও ৩ উইকেট। শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ সেরাও।

বিশ্বকাপে সর্বকালের সর্বাধিক উইকেট শিকারিদের তালিকাতেও প্রথম ১০ বোলারের মধ্যে ঢুকে পড়েছেন মহম্মদ শামি।

যে তালিকায় সবার উপরে গ্লেন ম্যাকগ্রা (৭১)। বর্তমানে খেলছেন এমন বোলারদের মধ্যে তালিকায় মিচেল স্টার্ক (৫৬) ও ট্রেন্ট বোল্ট (৪৯)।

শামির আগুনে বোলিংয়ে তরতর করে এগোচ্ছে ভারতের জয়রথ। সাতে সাত করে বিশ্বকাপের সেমিফাইনালে মেন ইন ব্লু।