ভাইফোঁটায় বাঁ হাতের কড়ে আঙুল দিয়ে ফোঁটা দেওয়া হয়
উদার ভালোবাসার প্রতীক হিসেবে এই কড়ে আঙুলকে মানা হয়
হিন্দুধর্ম অনুসারে, মানুষের হাতের পাঁচটি আঙুল পঞ্চভূতের প্রতীক
নারীত্বের প্রতীক হিসেবে বিবেচিত হয় বাঁহাতের কড়ে আঙুলটি
এই আঙুলটির ব্যবহারের মাধ্যমে বোনেরা ভাইদের প্রতি ভালবাসা ব্যক্ত করে
দিদি বা বোনেরা কড়ে আঙুল দিয়ে ফোঁটা দিয়ে ভাইয়ের মঙ্গল প্রার্থনা করেন
হাতের কড়ে আঙুলটি দই, চন্দন, মধু বা কাজলের মধ্যে ডুবিয়ে ভাইফোঁটা দেওয়া হয়
জ্যোতিষশাস্ত্রের নিরিখে, ২৩ অক্টোবর বৃহস্পতিবার এবছরের ভাইফোঁটা
ফোঁটা দেওয়ার শুভ সময় হল দুপুর ১টা ১৩ মিনিট থেকে ৩টে ২৮ মিনিট পর্যন্ত
ভাইদের পবিত্র কামনায় ফোঁটা দেন বোনেরা এই বিশেষ দিনটিতে