মহাত্মা গাঁধীর আগে ভারতীয় টাকায় কার ছবি ছিল?

Published by: ABP Ananda
Image Source: pexels

স্বাধীনতা-পূর্ব ভারতীয় টাকার ওপর ব্রিটিশ রাজার ছবি থাকত

Image Source: pexels

ব্রিটিশ রাজার ছবিগুলি ভারতে ইংল্যান্ডের শাসনের প্রতীকি ছিল

Image Source: pexels

১৯৪৭ সালে ভারত স্বাধীন হয়, আর তারপরই ঠিক হয় যে, টাকার ওপর মহাত্মা গাঁধীর ছবি দেওয়া উচিত

Image Source: pexels

তবে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে সময় লেগেছিল, সেই সময় ব্রিটিশ রাজার বদলে অশোক স্তম্ভকে নোটের ওপর ছাপা হতো

Image Source: pexels

১৯৪৯ সালে ১ টাকার নোটে অশোক স্তম্ভের নকাশ ব্যবহার করা হয়েছিল

Image Source: pexels

১৯৫৩ সালে নোটের উপর হিন্দি ভাষাকে প্রাধান্য দেওয়া হয় এবং ১৯৫৪ সালে ১০০০, ৫০০০ ও ১০,০০০ টাকার বড় নোটগুলি আবার চালু হয়

Image Source: pexels

এই বড় নোটগুলিতে ভারতের বিখ্যাত স্থানগুলির ছবি ছিল যেমন তাঞ্জাভুর মন্দির, গেটওয়ে অফ ইন্ডিয়া এবং অশোক স্তম্ভ

Image Source: pexels

১৯৬৯ সালে গাঁধীজির জন্ম শতবার্ষিকীতে প্রথমবার তাঁর ছবি ১০০ টাকার স্মারক নোটে ছাপা হয়েছিল

Image Source: pexels

১৯৮৭ সাল থেকে নিয়মিতভাবে নোটের ওপর গাঁধীজির ছবি ছাপা হতে থাকে

Image Source: pexels

তারপর সব ভারতীয় নোটে নিয়মিতভাবে মহাত্মা গাঁধীর ছবি ব্যবহার করা হচ্ছে

Image Source: pexels