বাড়ির দেওয়ালে দেওয়ালে টিকিটি চলতে দেখা যায়
এই টিকটিকি বা তার ডাক কি শুভ নাকি অশুভ আপনার জন্য
টিকটিকি হাতে বা গায়ে পড়লে আপনার সম্মানিত হওয়ার সুযোগ রয়েছে
টিকটিকি ডাকলে যে কোনও ঘটনা দ্রুত ফলতে চলেছে
টিকটিকির পোকা খাওয়া দেখে ফেললে আপনার ধন প্রাপ্তি হবে
টিকটিকির মারপিটের ক্ষেত্রে আপনার জন্যও খারাপ কিছু হতে পারে
পুজোর সময় কোনও টিকটিকির দেখা পেলে তা নাকি শুভ হয়
খেতে বসে টিকটিকির শব্দ শুনতে পাওয়া মানেই কোনও সুখবর আসছে
যা মনে করা হচ্ছে, টিকটিকির উপস্থিতি শুভ, অশুভ দুরকমই মনে করা হয়