অবিবাহিত থাকলে এই দেশে মেলে 'অদ্ভুত' শাস্তি !

Published by: ABP Ananda
Image Source: Freepik

২৫ বছর বয়সের মধ্যে ছেলে-মেয়ের বিয়ে না হলে অদ্ভুত শাস্তি মেলে এই দেশে।

Image Source: Freepik

বিয়ে নিয়ে এই দেশে রয়েছে অদ্ভুত সব নিয়ম।

Image Source: Freepik

দেশের নাম ডেনমার্ক। এখানে অবিবাহিতদের সাজা হিসেবে 'অদ্ভুত'ভাবে স্নান করানো হয়।

Image Source: Freepik

২৫-এও বিয়ে না হলে এক নিয়ম, আর ৩০ বছর বয়সীদের জন্য আরেক নিয়ম।

Image Source: Freepik

২৫ বছরেও বিয়ে না হলে এখানে ব্যক্তিকে দারচিনির জলে স্নান করানো হয়।

Image Source: Freepik

পায়ের আঙুল থেকে মাথার চুল অবধি ভেজানো হয় এই জলে।

Image Source: Freepik

রাস্তার মধ্যেও এভাবে মজার ছলে স্নান করাতে দেখা যায় ছেলে-মেয়েদের।

Image Source: Freepik

কিছু সময় এই জলের মধ্যে ডিম ভেঙেও মেশানো হয়।

Image Source: Freepik

৩০ বছরে বিয়ে না হলে ছেলে-মেয়েদের গোলমরিচের জলে স্নান করানোর রীতি রয়েছে।

Image Source: Freepik