বাংলায় প্যাচপেচে গরম। সহ্য করাও শক্ত হয়ে যাচ্ছে। এখন ছুটি পেলেই ঠান্ডা জায়গায় ঘুরতে যেতে চাইছে বাঙালি



দার্জিলিং, সিকিম অনেক হয়েছে। তার চেয়েও অনেক অনেক ঠান্ডা জায়গা হয়েছে বিশ্বে। সেগুলি কোথায় জানেন?



আন্টার্কটিকার ভস্টক স্টেশন- বিশ্বে সবচেয়ে ঠান্ডা জায়গার তকমা রয়েছে এর। ১৯৮৩ সালে -৮৯ ডিগ্রি সেলসিয়াস



আলাস্কার ডেনালি। শূন্যের নীচে ৮৩ ডিগ্রি সেলসিয়াস নেমে যাওয়ার নজির রয়েছে।



রাশিয়ার ওইমাকোয়া। বসবাসযোগ্য স্থান হিসেবে সবচেয়ে ঠান্ডা এলাকা। গড় শীতকালীন তাপমাত্রা -৫০ ডিগ্রি সেলসিয়াস। আরও নীচে নামার রেকর্ড আছে।



রাশিয়ার ভারখোয়ানস্ক। শীতের সময়ে সাধারণত -৪৫ ডিগ্রি সেলসিয়াস থাকে এখানকার পারদ। রেকর্ড -৮৯.২ ডিগ্রি সেলসিয়াস



আন্টার্কটিকার প্ল্যাটু স্টেশন- সাধারণত শূন্যের নীচেও ৮০ ডিগ্রি পর্যন্ত পারদ নেমে যায় এখানে। রেকর্ড -৮৬ ডিগ্রি সেলসিয়াস



দক্ষিণ মেরুর ডোম আর্গাস। আন্টাকর্টিকায় অন্যতম উঁতু এবং ঠান্ডা জায়গা।



ভৌগোলিক ভাবে একেবারে দক্ষিণ মেরুতে অবস্থিত আমুন্ডসেন-স্কট সাউথ পোল স্টেশন। গড় শীতকালীন তাপমাত্রা -৮০ ডিগ্রি সেলসিয়াস



কানাডার ইউকোন- উত্তর আমেরিকায় সবচেয়ে ঠান্ডা এলাকায় তকমা পেয়েছে। পারদ নেমেছিল -৬২.৮ ডিগ্রি সেলসিয়াস। সব ছবি প্রতীকি- সূত্র Pexels