বয়স মাত্র ১৪ বছর প্যারিস অলিম্পিক্সে ভারতের সর্বকনিষ্ঠ প্রতিযোগী ধিনিধি দেসিংঘু প্যারিসে সাঁতারে ভারতের প্রতিনিধিত্ব করবে ১৪ বছরের ধিনিধি ধিনিধির জীবন যেন সিনেমার মতো স্যুইমিং পুলে নামতেই ভয় পেত, আশঙ্কা ছিল জলে ডুবে যাওয়ার ভয়ে কোনও প্রতিযোগিতায় নাম দিতে চাইত না ধিনিধি স্যুইমিং পুল দেখলে অসুস্থ হয়ে পড়ত, বমি করতে শুরু করত মায়ের উৎসাহে শেষ পর্যন্ত ভয়কে জয় করে, রয়েছে জাতীয় রেকর্ডও প্যারিসে ২০০ মিটার ফ্রি স্টাইলে অংশ নেবে ধিনিধি (ছবি - সোশ্যাল মিডিয়া)