প্যারালিম্পিক্সে প্রথম ভারতীয় মহিলা হিসাবে সোনা জিতে ইতিহাস গড়েছিলেন অবনী লেখারা



সোনা জেতার ম্যাচে ২৪৯.৬ স্কোর করে অবনী প্যারালিম্পিক্সে ইতিহাস গড়েছিলেন



প্রথম ভারতীয় প্যারালিম্পিয়ান হিসাবে টোকিওয় পদক জিতেছিলেন হরবিন্দর সিংহ



তিনি ভারতের হয়ে ব্রোঞ্জ পদক জিতেছিলেন



ভাবিনা পটেল প্রথম ভারতীয় প্যাডলার হিসাবে প্যারালিম্পিক্সে পদক জেতেন



কমনওয়েলথ গেমসেও সোনা জিতে ধারাবাহিকতা বজায় রাখেন তিনি



টোকিওয় নীরজের পাশাপাশি জ্যাভলিনে আরও এক ভারতীয় সোনা জেতেন, তিনি সুমিত আন্টিল



প্য়ারালিম্পিক্সে নিজেরই ৬২.৮৮ মিটার থ্রোর রেকর্ড ভেঙ্গে ৬৮.৫৫ মিটার নতুন রেকর্ড গড়েন সুমিত



মণীশ নারওয়াল পি৪ মিক্সড ৫০মিটার পিস্তল এসএইচ১ বিভাগে সোনা জমিতেছিলেন



২১৮.২ পয়েন্ট স্কোর করে নতুন প্যারালিম্পিক্স রেকর্ডও গড়েছিলেন মণীশ