কুস্তির ম্যাট থেকে খালি হাতে ফিরলেও, রাজনীতির ময়দানে জয় বিনেশের অলিম্পিক্সের আঙিনায় এক ঐতিহাসিক সফর শেষে খালি হাতেই ফিরেছিলেন তিনি। তবে রাজনীতির ময়দান বিনেশ ফোগতকে খালি হাতে ফেরাল না। অলিম্পিক্সে মাত্র ১০০ গ্রাম বাড়তি ওজনের জন্য নিশ্চিত হওয়া পদক পাননি বিনেশ। দুঃখে, রাগে ভেঙে পড়া বিনেশ কুস্তি থেকে চিরতরে সরে দাঁড়ান। অলিম্পিক্সের পরেই নেন অবসর। তবে কুস্তির ম্যাট থেকে বিদায় নিয়েই রাজনীতির ময়দানে নামার সিদ্ধান্ত নিয়েছিলেন বিনেশ। যোগ দিয়েছিলেন কংগ্রেসে। জুলানা বিধানসভা আসনে কংগ্রেসের টিকিটে লড়েন বিনেশ। বিজেপির যোগেশ কুমার ও আপের কবিতা দালালের বিরুদ্ধে লড়াইটা ছিল বেশ চ্যালেঞ্জিং। জুলানাতে ভোটগণনা শেষে বিনেশকে ৬০১৫ ভোটে জয়ী ঘোষণা করা হয়। প্রথমবার রাজনীতিতে নেমে জয়ের পরেই বিনেশের ঘোষণা, সত্যের জয় হয়েছে। বিনেশ নিজের নতুন লড়াইটা যে বেশ ইতিবাচকভাবেই শুরু করলেন, তা বলাই বাহুল্য।