কুস্তির ম্যাট থেকে খালি হাতে ফিরলেও, রাজনীতির ময়দানে জয় বিনেশের
abp live

কুস্তির ম্যাট থেকে খালি হাতে ফিরলেও, রাজনীতির ময়দানে জয় বিনেশের

Published by: ABP Ananda
অলিম্পিক্সের আঙিনায় এক ঐতিহাসিক সফর শেষে খালি হাতেই ফিরেছিলেন তিনি।
abp live

অলিম্পিক্সের আঙিনায় এক ঐতিহাসিক সফর শেষে খালি হাতেই ফিরেছিলেন তিনি।

তবে রাজনীতির ময়দান বিনেশ ফোগতকে খালি হাতে ফেরাল না।
abp live

তবে রাজনীতির ময়দান বিনেশ ফোগতকে খালি হাতে ফেরাল না।

অলিম্পিক্সে মাত্র ১০০ গ্রাম বাড়তি ওজনের জন্য নিশ্চিত হওয়া পদক পাননি বিনেশ।
abp live

অলিম্পিক্সে মাত্র ১০০ গ্রাম বাড়তি ওজনের জন্য নিশ্চিত হওয়া পদক পাননি বিনেশ।

ABP Ananda

দুঃখে, রাগে ভেঙে পড়া বিনেশ কুস্তি থেকে চিরতরে সরে দাঁড়ান। অলিম্পিক্সের পরেই নেন অবসর।



abp live

তবে কুস্তির ম্যাট থেকে বিদায় নিয়েই রাজনীতির ময়দানে নামার সিদ্ধান্ত নিয়েছিলেন বিনেশ। যোগ দিয়েছিলেন কংগ্রেসে।

abp live

জুলানা বিধানসভা আসনে কংগ্রেসের টিকিটে লড়েন বিনেশ। বিজেপির যোগেশ কুমার ও আপের কবিতা দালালের বিরুদ্ধে লড়াইটা ছিল বেশ চ্যালেঞ্জিং।

abp live

জুলানাতে ভোটগণনা শেষে বিনেশকে ৬০১৫ ভোটে জয়ী ঘোষণা করা হয়।

abp live

প্রথমবার রাজনীতিতে নেমে জয়ের পরেই বিনেশের ঘোষণা, সত্যের জয় হয়েছে।

abp live

বিনেশ নিজের নতুন লড়াইটা যে বেশ ইতিবাচকভাবেই শুরু করলেন, তা বলাই বাহুল্য।