১২ অগাস্ট, বিশ্ব হস্তি দিবস

এশিয়ান ও আফ্রিকান হাতির সংরক্ষণ ও সুরক্ষার জন্য পালন করা শুরু

চোরাশিকার, বাসস্থান লোপ

মানুষের সঙ্গে লড়াই, বন্দি অবস্থায় অত্যাচারে কমে হাতির সংখ্যা

২০১২ সালে সূত্রপাত

১২ অগাস্ট, ২০১২-এ দিনটি পালন করা শুরু হয়

স্বমহিমায় 'আন্দোলন'

তাইল্যান্ডের এলিফ্যান্ট রিইন্ট্রোডাকশন ফাউন্ডেশন ও ক্যানাডার পরিচালক পেট্রিশিয়া সিমসের যৌথ উদ্যোগ

'দ্য এলিফ্যান্ট সোসাইটি'

পেট্রিশিয়ার তৈরি সংস্থা বিশ্ব হস্তি দিবসের প্রতিনিধিত্ব করে

সচেতনতা বৃদ্ধি

দাতব্য সংস্থাটি হাতি সংরক্ষণের সচেতনতা প্রচার করে

'ওয়ার্ল্ড এলিফ্যান্ড ডে' ওয়েবসাইট

তাদের মতে এই দিনে হাতিদের জন্য সাহায্য, সহায়তা একত্রিত করাই উদ্দেশ্য

সচেতনতা প্রচার

হাতিদের উপর অত্যাচার ও চোরাশিকার বন্ধ করার লক্ষ্যে

একটাই উদ্দেশ্য

হাতিদের একটু ভালভাবে বেঁচে থাকার উপায় খোঁজা

'ওয়ার্ল্ড এলিফ্যান্ট সোসাইটি'

বিশ্বের নানা ব্যক্তি ও সংস্থাকে এই দিন পালনের আহ্বান জানায় এই সংস্থা