অনেক বাড়িতেই বয়স্করা নুন-তেল দিয়ে দাঁত মেজে থাকেন, দাঁত ভালো থাকে বলে বাড়ির অন্যান্যদেরও পরামর্শ দেন তাঁরা কিন্তু নুন দিয়ে দাঁত মাজা কি আদৌ স্বাস্থ্যকর? এর ফলে দাঁতে কি কোনও ক্ষতি হতে পারে? বিশেষজ্ঞরা জানান, মুখের স্বাস্থ্য বজায় রাখার জন্য সঠিকভাবে দাঁত মাজা এবং মাড়ির যত্ন নেওয়া খুবই জরুরি এক্ষেত্রে নুন দিয়ে দাঁত মাজা শরীরে কী কী প্রভাব ফেলতে পারে? সে সম্পর্কে জানাচ্ছেন বিশেষজ্ঞরা বিশেষজ্ঞরা জানাচ্ছেন, নুন দিয়ে দাঁত মাজলে দাঁত স্বাস্থ্যকর থাকে, নুন দিয়ে দাঁত মাজলে অনেক অসুখ প্রতিরোধ করা সম্ভব নুন দিয়ে দাঁত মাজলে তাতে থাকা অ্যাসিডজাতীয় উপাদান, শর্করার মাধ্যমে হওয়া ক্ষতি প্রতিরোধ করতে সাহায্য করে নুন দিয়ে নিয়মিত দাঁত মাজলে মাড়ির যন্ত্রণা, মাড়ি থেকে রক্ত পড়া, দাঁতে ব্যথা, মাড়ি ফুলে যাওয়ার সমস্যা দূরে থাকে হালকা গরম জলে নুন মিশিয়ে সেই জল দিয়ে মুখ ধুলে মুখের দুর্গন্ধের সমস্যাও দূর হয় নুন দিয়ে দাঁত মাজলে দাঁত সাদা থাকে বলে মত বিশেষজ্ঞদের, নুনের কারণে দাঁতে জমে থাকা ময়লা সহজে উঠে যায় কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি মানতে চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন