সদ্য কলকাতায় 'ঝরা পালক' ছবির প্রচারে এসেছিলেন জয়া আহসান। এবিপি লাইভের মুখোমুখি হয়ে জয়া জানালেন, কলকাতায় ছবি মুক্তির উন্মাদনা আলাদা। জয়া বললেন, 'বাংলাদেশের থেকে বেশি ছবি কলকাতায় মুক্তি পেয়েছে আমার' জয়া জানালেন, তিনি আগে মিষ্টি খেতে একেবারেই ভালোবাসতেন না। কিন্তু কলকাতা তাঁকে মিষ্টি খাওয়া শিখিয়েছে। এখন কলকাতায় এলেই মিষ্টি খান জয়া, বিশেষ করে মতিচুরের লাড্ডু তাঁর বিশেষ প্রিয়। এমনকি বাড়ি যাওয়ার সময়ও বিমানে যে সমস্ত মিষ্টি নিয়ে যাওয়া যায়, সবই নাকি নিয়ে যান নায়িকা। জয়া জানাচ্ছেন, তাঁর কাছে অনেকের আবার অনেকরকম আবদারও থাকে মিষ্টি নিয়ে আসার। জয়ার এর আগের ছবিও মুক্তি পেয়েছিল কলকাতাতেই। নাম 'বিনিসুতোয়' 'ঝরা পালক' ছবিতে প্রথমবার ব্রাত্য বসুর সঙ্গে জুটি বেঁধেছেন জয়া।