একেক জনের শরীরে জলের চাহিদা একেকরকম

ঠিক কতটা জল শরীর সুস্থ রাখতে প্রয়োজন?

পুরুষদের ক্ষেত্রে প্রতিদিন সাড়ে ১৫ কাপ জল খাওয়া প্রয়োজন

U.S. National Academies of Sciences এর স্টাডি বলছে

মহিলাদের ক্ষেত্রে রোজ জল খেতে হবে সাড়ে ১১ কাপ।

U.S. National Academies of Sciences এর স্টাডি বলছে

কায়িক পরিশ্রম যাঁরা করেন, তাদের বেশি জল খেতে হবে।

শীত-গ্রীষ্ম অনুসারে শরীরে জলের চাহিদায় কিছুটা তারতম্য হতে পারে।

বাকি ১ থেকে দেড় লিটার জল প্রয়োজন শারীরবৃত্তীয় কাজে

একজন ৫০ কেজি ওজনের প্রস্রাব হয় দেড় থেকে ২ লিটার পর্যন্ত

শরীর থেকে ঘাম হিসেবে বের হয়ে যায়

আবার ৫০০ মিলি মতো জল

সেক্ষেত্রে জল খাওয়ার পরিমান নিয়ন্ত্রণে রাখতে হবে

হার্টের কোনও অসুখ হলে সেই শিরা বা ধমনীগুলিতে ব্লকেজ হয়

তখন বাইরে থেক জল খাওয়া নিয়ন্ত্রণে রাখা ছাড়া উপায় নেই

কিডনিতে সমস্যার সৃষ্টি হলে নির্দিষ্ট পরিমাণে জল প্রস্রাব আকারে বের করে দিতে পারে না

তাঁদের ক্ষেত্রে জল খাওয়ার ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া হয়

যাঁরা লিভার, হার্ট বা কিডনির অসুখে ভোগেন

জল খেতে হবে মেপেই, বেশি খেলে বিপদ

যকৃতের বিভিন্ন অসুখে