বুধবার, ৫ জুলাই জন্মদিন শাটলার পি ভি সিন্ধুর



২৮ বছর পূর্ণ করলেন হায়দরাবাদের ব্যাডমিন্টন তারকা



ছোট থেকে সিন্ধুর প্রেরণা ছিলেন পুল্লেলা গোপীচন্দ, পরে তাঁর কাছে প্রশিক্ষণও নেন



রিও অলিম্পিক্সের আগে গুরু গোপী সিন্ধুকে মোবাইল ফোন ব্যবহার করতে নিষেধ করেছিলেন



৩ মাস ফোন ব্যবহার করেননি সিন্ধু



তারপরই দেশকে দিয়েছিলেন গর্বের মুহূর্ত, অলিম্পিক্সে জিতেছিলেন রুপো



২০২০ অলিম্পিক্সে ব্রোঞ্জ জেতেন, ভারতের একমাত্র মহিলা হিসাবে জোড়া অলিম্পিক্স পদক



২০১৯ সালে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন সিন্ধু



অল্লু অর্জুন ও রণবীর সিংহের সিনেমা ভালবাসেন সিন্ধু



রিও অলিম্পিক্সে রুপো জেতার পর সচিন তেন্ডুলকর বিএমডব্লিউ গাড়ি উপহার দিয়েছিলেন সিন্ধুকে