২০০৪ সালে সুলতান আজলান শাহ কাপে অভিষেক সন্দীপ সিংহের

১৭ বছর বয়সে কণিষ্ঠতম ভারতীয় হকি খেলোয়াড় হিসেবে অলিম্পিক্সে সুযোগ পান ওই বছরই

তাঁর ড্র্যাগ ফ্লিক বিশ্বের দ্রুততম (১৪৫ কিমি প্রতি ঘণ্টা) বলে মনে করা হত

২০০৬ সালে বিশ্বকাপ দলেও ডাক পান সন্দীপ

তবে ২২ অগাস্ট শতাব্দী এক্সপ্রেসে ভুলবশত তলপেটে গুলি লাগে সন্দীপের

২০ বছর বয়সি সন্দীপকে জানানো হয় হুইলচেয়ারই তাঁর বাকি জীবনের সঙ্গী

তবে মাত্র দুই বছর পরেই জাতীয় দলে ফেরেন তিনি

এক বছর পর তাঁকে জাতীয় দলের অধিনায়কও নির্বাচিত করা হয়

দেশের হয়ে ১৮৬টি ম্যাচ খেলে ১৩৮টি গোল, জিতেছেন অর্জুন পুরস্কার

২০১৬ সালে অবসরের পর বর্তমানে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত