আর দেরি করলে ভুগতে হবে আপনাকেই। আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড যুক্ত না করলে দিতে হবে জরিমানা।

30 জুন 2022 এর আগে এই কাজটি করতে হবে আপনাকে। অন্যথায় দিতে হবে দ্বিগুণ জরিমানা।

2022 সালের 1 এপ্রিল থেকে আধারকে প্যান নম্বরের সঙ্গে যুক্ত করার জন্য 500 টাকা জরিমানা দিতে হচ্ছে গ্রাহককে।

আপনি যদি 30 জুন 2022 এর মধ্যে লিঙ্ক না করেন, তাহলে ডবল ফাইল দিতে হবে আপনাকে।

সেই ক্ষেত্রে 1 জুলাই থেকে 1,000 টাকা জরিমানা দিতে হবে।

মার্চ মাসেই প্যান-আধার লিঙ্ক নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে CBDT।

বিজ্ঞপ্তিতে বলা হয়, 2022 সালের 1 এপ্রিল থেকে প্যানকে আধারের সঙ্গে সংযুক্ত করার জন্য জরিমানা দিতে হবে গ্রাহককে।

১ এপ্রিলের পর প্রথম তিন মাসের মধ্যে অর্থাৎ জুন পর্যন্ত প্যানকে আধারের সঙ্গে সংযুক্ত করার জন্য ৫০০ টাকা জরিমানা দিতে হবে।

এই সময়ের পরে লিঙ্ক করলে 1000 টাকা জরিমানা দিতে হবে গ্রাহককে।

জরিমানা ছাড়াই প্যানের সঙ্গে আধার লিঙ্ক করার সময়সীমা ছিল ৩১ মার্চ, ২০২২ পর্যন্ত। তখন লিঙ্ক করার জন্য কোনও চার্জ ছিল না।