মনখারাপ ছিল মায়ানগরীর। শেষবারের মত প্রিয় গায়ককে বিদায় জানাতে ছুটে এসেছিলেন সবাই। আর ভিড় জমেছিল পার্ক প্লাজার বাসস্থান থেকে শুরু করে ভারসোভার শ্মশানেও। প্রিয় সঙ্গীতশিল্পী কে কে-কে বিদায় জানাতে ছুটে এসেছিলেন বলিউডের একাধিক পরিচিত মুখেরা। আজ ভারসোভার শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় কে কে-র। কলকাতায় গান গাইতে এসেছিলেন কে কে। ফিরলেন গান স্যালুট নিয়ে। নজরুল মঞ্চে অনুষ্ঠানের পরেই অসুস্থ হয়ে পড়েন তিনি। মৃত্যু হয় সেই রাতেই। কে কে-র মৃত্যুর দায় কার এই নিয়ে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি থেকে শুরু করে বিনোদন দুনিয়াও। ফুলে ঢাকা পড়ে যায় কে কে-র মরদেহ। শেষবারের মতো প্রিয় সঙ্গীতশিল্পীকে বিদায় জানাল মুম্বই। নিজের অসুস্থতা বুঝতে না পেরেই কী পরের পর গান গেয়ে গিয়েছিলেন কে কে? রয়ে যাচ্ছে প্রশ্ন। চিকিৎসকদের মত, হয়ত সময় মতো ব্যবস্থা নিলে প্রাণে বাঁচানো যেত সঙ্গীতশিল্পীকে।