আধার কার্ডের পাশাপাশি আজকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি এই কার্ড। পারমানেন্ট অ্যাকাউন্ট নম্বরের (PAN Card)-এর গুরুত্ব বুঝতে শিখেছে দেশবাসী।
বর্তমানে আয়কর রিটার্ন দাখিল, সম্পত্তি কেনা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে কাজে লাগে এই কার্ড।
প্যান কার্ড ছাড়া এই কাজগুলি পরিচালনা করতে সমস্যা হতে পারে
২.৫ লাখের বেশি লেনদেনের জন্য আপনার প্যান কার্ড প্রয়োজন৷ ব্যবসায় ৫ লক্ষের বেশি টার্নওভারহলে প্যান কার্ড থাকা বাধ্যতামূলক৷
মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ, বৈদেশিক মুদ্রা বিনিময় ছাড়াও শেয়ার বাজার, বন্ডে বিনিয়োগ করতে PAN প্রয়োজন।
ই-প্যান পেতে আয়কর বিভাগের অফিশিয়াল ওয়েবসাইট incometaxindiaefiling.gov.in -এ গিয়ে আধারের মাধ্যমে ইনস্ট্যান্ট প্যান-এ ক্লিক করুন।
এবার Get New PAN বিকল্পে গেলে আপনার সামনে একটি পৃষ্ঠা খুলবে , যেখানে আধার বিবরণ পূরণ করুন। এখানে ক্যাপচা লিখে ওটিপি দিন।
এখানে আধারের বিবরণ যাচাই করে ই-মেইল আইডি লিখুন। এখানে আধারের ই-কেওয়াইসি ডেটা ই-প্যানে ট্রান্সফার করতে হবে। পরে ১০ মিনিটেই পাবেন ই-প্যান।