ছবি প্রকাশ্যে এসে গিয়েছে আগেই। এশিয়ার বাজারে লঞ্চ হয়েছে রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০। আজ ভারতে দেখা যাবে এই বাইক।
হান্টার টিভিএস রনিন ও জাওয়া ৪২-সহ অনেক বাইকের সঙ্গে প্রতিযোগিতায় নামবে। দেখে নিন, এই তিন বাইকের মধ্যে কে সেরা।
এই তুলনামূলক আলোচনায় জাভা ২৭ বিএইচপি শক্তি দেয়। এতে পাবেন ৬ স্পিড গিয়ারবক্স।
হান্টার ৩৫০ রয়্যাল এনফিল্ডের অন্যান্য বাইকের তুলনায় অনেকটাই হালকা। এই বাইকের ওজন ১৮১ কেজি।
তিন বাইকের তুলনায় রনিন সবথেকে হালকা। এর ওজন ১৬০ কেজি। বাকি জাভার ওজন ১৭১ কেজি।
বাকি দুইয়ের সঙ্গে প্রতিযোগিতায় এনফিল্ডের হান্টার ৩৫০-র দাম আগ্রাসী হতে পারে। রনিনে মোবাইল কানেকটিভিটি প্রযুক্তি রয়েছে।