ছবি প্রকাশ্যে এসে গিয়েছে আগেই। এশিয়ার বাজারে লঞ্চ হয়েছে রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০। আজ ভারতে দেখা যাবে এই বাইক।

হান্টার টিভিএস রনিন ও জাওয়া ৪২-সহ অনেক বাইকের সঙ্গে প্রতিযোগিতায় নামবে। দেখে নিন, এই তিন বাইকের মধ্যে কে সেরা।

হান্টার রয়্যাল এনফিল্ডের অন্যান্য বাইকের মতো ৩৫০ সিসি ইঞ্জিন পেয়েছে। ৫-স্পিড গিয়ারবক্স সহ ২০.২ বিএইচি ও ২৭ নিউটন মিটার শক্তি তৈরি করে বাইক।

রনিনের সঙ্গে পাওয়ারের দিক থেকে খুব বেশি পার্থক্য নেই হান্টারের। রনিন ৫-স্পিড গিয়ারবক্স সহ ২০.১ বিএইচপি ও ১৯.৯৩ নিউটন মিটার টর্ক দিতে সক্ষম।

এই তুলনামূলক আলোচনায় জাভা ২৭ বিএইচপি শক্তি দেয়। এতে পাবেন ৬ স্পিড গিয়ারবক্স।

হান্টার ৩৫০ রয়্যাল এনফিল্ডের অন্যান্য বাইকের তুলনায় অনেকটাই হালকা। এই বাইকের ওজন ১৮১ কেজি।

তিন বাইকের তুলনায় রনিন সবথেকে হালকা। এর ওজন ১৬০ কেজি। বাকি জাভার ওজন ১৭১ কেজি।

TVS Ronin এখানে টপ-এন্ডের জন্য ১.৭ লক্ষ টাকা দাম নেয়। সেখানে Jawa 42-এর দাম টপ-এন্ডের জন্য ১.৯ লক্ষ টাকা রাখা হয়েছে।

বাকি দুইয়ের সঙ্গে প্রতিযোগিতায় এনফিল্ডের হান্টার ৩৫০-র দাম আগ্রাসী হতে পারে। রনিনে মোবাইল কানেকটিভিটি প্রযুক্তি রয়েছে।

হান্টার ৩৫০ একটি আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে পাবেন। যার বৈশিষ্ট্যের তালিকায় ঐচ্ছিক ট্রিপার ন্যাভিগেশন সিস্টেম দিয়েছে কোম্পানি।