জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে দেবী কালী পূজিতা হন 'ফলহারিণী কালী' নামে
আজ ২৯ মে, ১৪ জ্যৈষ্ঠ, রবিবার শ্রী শ্রী ফলহারিণী কালী পূজা
ফলহারিণী অমাবস্যা থাকবে রবিবার ২:২৫ থেকে সোমবার দুপুর ৩:৪৮ পর্যন্ত।
একই দিনে শনি জয়ন্তী পড়ছে। তাই সন্ধেবেলা শনি মন্দিরে পুজো দিতে পারেন।
বলা হয় যিনি আমাদের সমস্ত খারাপ কর্মফল হরণ করেন তিনিই ফলহারিণী কালী
অনেকেই এদিন মনস্কামনা পূর্ণ করতে মা কালীকে ফল নিবেদন করেন
ইচ্ছে পূরণের পর সেই বিশেষ ফলটি গঙ্গায় ভাসিয়ে পুজোর উদযাপনও করার পরামর্শ দেন মুনিঋষিরা।
আমাদের সমস্ত বিপদ, দৈন্য, ব্যাধি এবং সমস্ত অশুভ শক্তির বিনাশ করেন ফলহারিণী দেবী
মানত করা এই ফল ইচ্ছে পূরণ না হওয়া পর্যন্ত খাওয়া নিষেধ।
সমস্ত দেখুন
কলকাতায় কার্তিক আরিয়ান
রবিবারে কী আছে ভাগ্যে?
একসঙ্গে রোহিত শেট্টি-রণবীর সিংহ
ফ্যাশন ডিভা হিনা