বলিউডের হিট জুটি রণবীর সিংহ ও রোহিত শেট্টি ফের জুটি বাঁধতে চলেছেন বক্স অফিসে সফল এই জুটির আগামী ছবি শীঘ্রই আসছে 'সিম্বা', 'সূর্যবংশী'র পর তাঁদের আগামী ছবি আসছে 'সার্কাস', এরপরও আরও একটি মজাদার প্রজেক্ট নিয়ে আসতে চলেছেন তাঁরা রোহিত শেট্টি পরিচালিত ও রণবীর সিংহ, পূজা হেগড়ে ও জ্যাকলিন ফার্নান্ডেজ অভিনীত 'সার্কাস' মুক্তি পাবে ডিসেম্বরে আজ রণবীর সিংহ ও রোহিত শেট্টি জুটির আগামী ছবির জন্য তাঁদের দেখা মিলল মুম্বইয়ের বেশ কিছু জায়গায় সদ্য় মুক্তি পেয়েছে রণবীর সিংহের ছবি 'জোয়েসভাই জোরদার', বক্স অফিসে বিশেষ সাফল্য পায়নি এই ছবি 'জোয়েসভাই জোরদার' ছবির জন্য়ও একাধিক সময়ে প্রচারে দেখা গিয়েছিল রণবীর সিংহকে গত বছরের শেষের দিকে মুক্তি পায় রোহিত শেট্টির ছবি 'সূর্যবংশী' করোনা সংক্রমণ কাটিয়ে সিনেমা হল খোলার পরই এই ছবি মুক্তি পায় অন্যদিকে, রোহিত শেট্টির কপ ইউনিভার্সের আগামী ছবি আসতে চলেছে ওটিটি প্ল্যাটফর্মে