ফুলকি ধারাবাহিকে জন্মাষ্টমীর বিশেষ চমক, রায়চৌধুরী বাড়িতে হবে পুজো। আর এই পুজো উপলক্ষ্যে, রায়চৌধুরী বাড়িতে হাজির হবে নিম ফুলের মধু ধারাবাহিকের পর্ণা। এদিন ধারাবাহিকে কৃষ্ণ সাজবেন রোহিত, রাধা হবেন ফুলকি ফুলকি ওরফে দিব্যাণিতে রাধার বেশ নাচ করতেও দেখা যাবে এপিসোডে। কিন্তু পুজোর সময়েই বাড়িতে ঘটে দুর্ঘটনা, চুরি যায় গোপালের সোনার মূর্তি। ফুলকি বুঝতে পারে যে মূর্তি পূজিত হচ্ছে সেটা পিতলের, আসল মূর্তি চুরি গিয়েছে ফুলকিকে এই মূর্তি খুঁজতে সাহায্য করবে পর্ণা, দুজনেই খুঁজে বের করবে মূর্তি। ফুলকির এই মহামিলন পর্বে রোহিত-ফুলকি-কে রাধাকৃষ্ণের বেশে সাজতেও দেখা যাবে। ধারাবাহিকের গল্প অনুযায়ী, প্রত্যেক বছরই জন্মাষ্টমীতে 'পর্ণা' (নিম ফুলের মধু) রায়চৌধুরী পরিবারে আসে ‘ফুলকি’-এর মহামিলন পর্বে দেখানো হবে জন্মাষ্টমীর ভোগ রান্না, গোপালের স্নান, নাচ, গান সবই দেখানো হবে।