দেশের সর্ববৃহৎ ব্যাঙ্কের নামে চলছে প্রতারণাচক্র। SBI-এর নামে গ্রাহকদের কাছে পাঠানো হচ্ছে ভুয়ো বার্তা।

গত কয়েকদিন ধরে এই মেসেজ দ্রুত ভাইরাল হচ্ছে সামাজিক মাধ্যমে। অনেক SBI গ্রাহকদের কাছেও পাঠানো হয়েছে প্রতারকদের মেসেজ।

ইতিমধ্যেই যা নজরে এসেছে PIB Fact Check টিমের। তাঁদের ধারণা, প্রতারণামূলক এই বার্তা ইচ্ছে করেই ভাইরাল করা হয়েছে।

মূলত, স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য হাতানোই মূল কাজ প্রতারকদের। তাই ছড়িয়ে দেওয়া হয়েছে এই ভুয়ো বার্তা।

বার্তায় বলা হয়েছে, আপনার নথিপত্রের মেয়াদ শেষ হওয়ার কারণে আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে।

আবার অ্যাকাউন্ট খুলতে আপনাকে পাঠানো লিঙ্কে ক্লিক করতে হবে। সেখানেই আপনার বিবরণ জমা দিতে হবে।

পিআইবির ফ্যাক্ট চেক টিম ইতিমধ্যেই এই বার্তার সত্যতা জানার চেষ্টা করেছে।

প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে বলা হয়েছে, স্টেট ব্যাঙ্ক তার গ্রাহকদের কাছে এই ধরনের কোনও বার্তা পাঠাচ্ছে না।

এই বার্তাটি সম্পূর্ণ ভুয়ো। এই ধরনের বার্তা ও ই-মেইলের কোনও উত্তর দেবেন না। এই লিঙ্কে ক্লিক করলে আপনি প্রতারণার শিকার হতে পারেন।

সেই ক্ষেত্রে এই বিষয়ে অভিযোগ করতে আপনি report.phishing@sbi.co.in -এ ই-মেইল ​​করতে পারেন।

Thanks for Reading. UP NEXT

শাহরুখ খানের 'ইদ মুবারক'

View next story