এটিএম-এ লেনদেন নিয়ে প্রায়শই এই চিন্তা থাকে গ্রাহকদের মনে। মাসে বিনামূল্যের লেনদেনের গণ্ডি পেরোলেই বাড়তে থাকে টাকা কাটার ভাবনা।

সম্প্রতি এটিএম-এ লেনদেন নিয়ে ভাইরাল হয়েছে একটি খবর। যেখানে বলা হচ্ছে, ATM থেকে ৪ বারের বেশি লেনদেনে দিতে হবে ১৭৩ টাকা !

সময়ে সময়ে কার্যকর করা হয় এই নিয়ম। গ্রাহকদের এটিএম থেকে টাকা তোলার জন্য নির্ধারিত কিছু নিয়ম বেঁধে দিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

বর্তমানে এটিএমের ক্রমবর্ধমান ব্যবহারের সঙ্গে সঙ্গে রিজার্ভ ব্যাঙ্ক গ্রাহকদের সুবিধার্থে এটিএম থেকে নগদ তোলার নিয়মগুলিতে বড় পরিবর্তন করে চলেছে।

সম্প্রতি, এই খবরটি সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে। যেখানে বলা হয়েছে, মাসে ৪ বারের বেশি এটিএম কার্ড ব্যবহার করার জন্য ১৭৩ টাকা ফি দিতে হবে।

এতে গ্রাহকদের সার্ভিস চার্জ হিসেবে ২৩ টাকা ও ট্যাক্স হিসাবে ১৫০ টাকা দিতে হবে। সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে এই বার্তা। যার সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে প্রেস ইনফরমেশন ব্যুরো।

এই খবরের বিষয়ে যাচাই করেছে প্রেস ইনফরমেশন ব্যুরো। যারপর পিআইবি জানিয়েছে, এটিএম লেনদেনে সার্ভিস ট্যাক্স ও চার্জ নেওয়ার এই ভাইরাল খবর সম্পূর্ণ ভুয়ো।

অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে এ বিষয়ে টুইট করেছে পিআইবি। এর পাশাপাশি পিআইবি আরও জানিয়েছে, গ্রাহকরা তাদের ব্যাঙ্কের এটিএম থেকে প্রতি মাসে ৫টি বিনামূল্যে লেনদেন করতে পারবেন।

৬ নম্বর লেনদেনের ক্ষেত্রে আপনাকে প্রতি লেনদেনে সর্বাধিক ২১ টাকা দিতে হবে। এ ছাড়া গ্রাহকদের আলাদা কোনও কর দিতে হবে না।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিজ্ঞপ্তি অনুসারে, প্রত্যেক গ্রাহক তার ব্যাঙ্কের এটিএম থেকে বিনামূল্যে ৫টি লেনদেন (ফিন্যান্সিয়াল ও নন-ফিন্যান্সিয়াল) করতে পারবেন।