নিশ্চিত সুদের পাশাপাশি থাকছে সরকারি সুরক্ষা। বিনিয়োগের আগে ভাবতেই পারেন পোস্ট অফিসের এই রেগুলার ইনকাম স্কিম।

কোনও ভারতীয় নাগরিক চাইলেই মাসিক ইনকাম স্কিমে ইনভেস্ট করতে পারেন। যা থেকে মাসে নিশ্চিত ৪৯৫০ টাকা আসবে।

এই স্কিমের মাধ্যমে বিপুল পরিমাণ টাকা রাখতে পারেন গ্রাহক। ইচ্ছে অনুযায়ী সিঙ্গল ও জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারেন আপনি।

এখানে একার অ্যাকাউন্টে সর্বোচ্চ ডিপোজিটের পরিমাণ ৪.৫ লক্ষ টাকা। যৌথ অ্যাকাউন্টে এই পরিমাণ ৯ লক্ষ টাকা।

জয়েন্ট অ্যাকাউন্টে সর্বোচ্চ তিন জন থাকতে পারবেন।চাইলে নাবালকের নামে অ্যাকাউন্ট খুলতে পারেন অভিভাবক।

সেই ক্ষেত্রে অবশ্যই নাবালকের বয়স ১০ বছরের বেশি হতে হবে।

এই স্কিমে একবারে টাকা বিনিয়োগ করতে হবে আপনাকে। ইনভেস্টমেন্ট ইন্টারেস্ট অনুযায়ী সেই টাকা ১২ মাসে ভাগ হবে।

প্রতি মাসে সেই টাকার সুদের পরিমাণ বা রেগুলার ইনকাম যাবে আপনার অ্যাকাউন্টে।

মাসে ৫ হাজার টাকা পেতে পোস্ট অফিসে জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে হবে আমানতকারীকে।স্বামী-স্ত্রী মিলেও এই অ্যাকাউন্ট খোলা যেতে পারে।

স্মামী-স্ত্রী দুজনে ৯ লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে এই স্কিমে। যার বছরে সুদ দাঁড়াচ্ছে ৬.৬ শতাংশ।

অর্থাৎ সব মিলিয়ে প্রতি বছর আপনি সুদ পাবেন ৫৯,৪০০ টাকা। তাহলে ১২ দিয়ে ভাগ করলে আপনার মান্থলি ইনকাম দাঁড়াচ্ছে ৪৯৫০ টাকা।